তোমার কাছে কে কবে চাইলো
অমূল্য রতন
সবাই বসন্তের কোকিল যদি হবে
কেন শুধু মুক্তো ছড়ানো উলুবনে তবে
তাইতো ভাব, তাইনা?
মুক্তো থাকলে তবেই না ছড়াবে
যখন এই পটে চলছে তীব্র ঝিনুকের সংকট
তবুও যদি পেয়ে যাও একটি কি দু’টো
তখন দানের ময়দানে বীরাঙ্গনা
রটবে কি এমন ঘটনা?
বোধকরি তাই চাও,ফলাফল
বন্ধু বলে মেনে নাও কষ্ট দিতে বাধেঁ
কষ্ট দিতে চাওনা-কিন্তু
আশা দাও কেন?
Wednesday, January 23, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment