Showing posts with label কবিতা(Poem). Show all posts
Showing posts with label কবিতা(Poem). Show all posts

Sunday, March 22, 2009

এক আকাশের নিচে থাকি

আমার আকাশে বৃষ্টির ছায়াতলে তুমি আসবে কিনা
পঙ্কিল দৃশ্যপট তখনো সে ভাবনা যোগায়নি
তবু আমার ভাবনার সরল দোলক
কখন যেন সরলতার গন্ডিসীমা পেরিয়ে
তোমার গরল সীমানায় চলে গেল-যেন ঘটনাটা
ঠিক ছুঁতে পারলাম না
বিজ্ঞানের তত্ত্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে
আমার দোলক যেন তোমার প্রান্তে আটকে গেল-সাম্যাবস্থাও
আসতে চায়না।। আমার ভাবনাগুলোর অংকুরোদ্গমে
যে বৃত্ত তৈরী হয়, তার জ্যামিতিক কম্পাসের ভুমিতে সূচালো
তোমার চুলের অগ্রভাগ আর মাথায় ভর করে তোমার চোখ
বৃত্তের সুষম সৃষ্টিতে তার কড়া নজর-খুব বাজে কথা
তুমি যখন শিখা হয়ে জ্বলো আমি সর্বদাই তার ছায়ার বৃত্তে
অবস্থান করি।। কি করা যায়? উত্তর নাই
এখন উত্তর খুঁজিও না
যতবার পালতে চেয়েছি কিছুই হয়নি-এটা পরিক্ষীত
কালো পিচে উত্তপ্ত পায়ের গোড়ালি চলছিলো এলোপাথাড়ি
তবুও আমার দোলক তোমার প্রান্তেই থেকে যায়
যা কিনা তুমি চেয়ে নাওনি আবার তোমাকে
ঘটা করে দেওয়াও হয়নি-তাই তোমারও হয়তো
কিছু করার থাকেনা কারন পৃথিবীর এই দিকটায়
সূর্য এখনো পুবেই উঠে- সুয্যিজলে চক্ষুস্নান শেষে
অমাবশ্যায় যাপিত জীবন দৃঢ়চিত্তে বলেনা
আলোর প্রতীক্ষায় আছি কিন্তু অস্বীকারও করে না।।
এ যেন কানামাছি খেলা কেউ কাউকে ধরতে পারে না
সুযোগ যে আসে না তা নয় পাকড়ালেইতো সে হবে
নতুন চোর- খেলাতো শেষ হবে না
তার চেয়ে আমিই বরং হাতড়ে খুঁজি
চোখ বাধাঁ রেখে আলোকে-তাতেও কি কম আনন্দ
ঐ আলোর চোখ বেয়ে বৃষ্টি পড়েছিলো
তা আমি ছাড়া দূরের আর কয়জন জানে
তোমার গ্রহনকালে আমিতো অন্ধকার শুষে নেবার চেষ্টা করেছি
যখন তার অধিকার তুমি আমাকে দেওনি
তবু অনধিকারচর্চাও যে করিনি তাতো তুমি জানো।।
শুকনো পাতার মর্মর শব্দ হৃদয় ভাঙ্গার স্তবতায়
রূপায়িত হলে খবরের ভাষ্য আসে সবই দূর্ঘটনা
আমি তুমি আলো অন্ধকার সবকিছু
তাই এখন বসে থাকি শুয়ে থাকি শুধু দাড়াঁতে চাইনা
মহাকাল কালে কালে জন্ম দেবে আলো অন্ধকার শতদল
হয়তো নতুন কোন দূর্ঘটনায় তুমি জেনে যাবে
আমার মনের তল
আমার এখানে এখনো বৃষ্টি পড়ছে-তোমার কি খবর?
আকাশতো একটাই এ কথাতো মানো
ছায়া দেখে ভেবেছিলাম আলোর খুব কাছাকাছি চলে এসেছি
হয়তো সত্যি তাই তবু যোজন যোজন দূর-ছিলো বাকি
সাত সমুদ্দর তেরো নদী...।।


পুনে
২৮১১২০০৮

হ্যাং

পান থেকে চুনও খসাইনি
তবু আমি কচু পাতায় জল
মেয়ে তুমিতো কম্পিউটার নও
তবে কেন বারে বারে হ্যাং করো
তাহলে যে আমিও ঝুলে যাই...।।

Wednesday, March 18, 2009

কেননা আর তুমি তাই শুষ্ক ঝরাপাতা কিংবা কোন প্রেমপত্র

আমাদের তখন ব্যস্ত সময়
সময় পেরোই সময়ের খোঁজে
তখন সমসাময়িক এক অখন্ডনীয় সত্যে
আমরা একত্র হই- যদিও
ঘটনাটা এমন হবার কথা ছিলনা কেননা
পরস্পর ভিনগ্রহের আগুন্তক আমরা
আদৌ কেউ কি আগুন্তক ছিলাম?
মহাকাল নিশ্চয়ই সে খবর রেখেছে
রহস্যের পর্দা সে খুলবে
রমন ক্রিয়ার মত ধীরে কিন্তু স্থিতিশীল
যদি রাখি অপেক্ষার প্রহর
কি ভাসাবে সময়ের নহর
বর্তমানই জীবন বাঁচায়
তুমি কি বলো?
একদা এক বাঘের গলায় হাড় ফুটলো
পারমানবিক বোমা যা কিনা মানবিকতাকে পার করে
লোভী বাঘ্রের দাঁতের নিচে আমি অসহায়
তুমি বাঘিনীর দাঁত নাকি হরিণের হাড়?
তোমার খবর তুমি জানাও
আমার খবর শুরু থেকেই ছিল হেডলাইনে
অতীতকে সত্য রাখবো তবু ভবিষ্যতকে বাচাঁতে চাই
তাই তোমার অতীত আমি ভুলি- আর তুমি
পরক্ষনেই তোমার অনামিকায়
সামনের দুর্গমতা ইংগিত কর
যেমন জানা আছে আমি আকঁড়ে ধরি
তেমনি জানা থাকে তুমি বদলাও রঙ্গে রঙ্গে
তোমার প্রতি রঙ অন্য রঙ টানে
তারা পরস্পর মিশতে চায়
তবু কে তোমায় পায়
জ়ীবনতো আর রংধনু নয়
তুমি কি তা মানো?
তোমার চোখের রঙ্গে চুলের সংগে
আমার মহাকাল যুক্ত হয়েছিল- তাই
আমরা এক পৃথিবীর বাসিন্দা হই
তবু জানা থাকুক
আমি দূরেই থাকি- এবং
তোমার বহুরুপী ব্যঞ্জনা তেমনি কাছে টানে
যারা গিয়েছে তারা জানে
তুমি আর কি এমনি স্বভাব
ছুটছে তোমার ট্রেন পাশে যন্ত্রনার নাদ
"ভালবাসাকে ভালবাসা হতে না দেওয়া
মানুষের সবচেয়ে বড় অপরাধ" ।।

আজাদ হিন্দ সুপার ফাস্ট ১৭৭২০০৮

Thursday, January 1, 2009

নিস্তব্ধতা

অকালের টিপ টিপ বৃষ্টির তালে তালে
সৃষ্টির ওম ধ্বনি বিস্তারের আগেই
আমাতে তোমার অভাব বিস্তৃত হলে
অসীমে নিমজ্জমান এক সুতোয় দাড়াঁয়ে
চাপা চাপা রঙে যে ইন্দ্রধনু পাখনা মেলে
তোমার আয়েসি নিস্তব্ধতায় আর বিলাসী উদাসীনতায়
ক্ষণে ক্ষণে সেই পাখনার পালক খসে পরে...।।

কপিরাইট শঙ্খ’০৮

পাউরুটি সংক্রান্ত জটিলতা

পাউরুটির কোমল অংশ ঘিরে যে লালচে কঠিন আবরন থাকে
তুমি তাকে কেটে ফেলে দাও – কারন তুমি শুধু কোমলতাটুকুই চাও
যে কিনা ঘিরে থাকতে চায়
তাকেই ছিড়েঁ - কেটে সামনে এগুতে চাও ?
তুমি জানালে,”এটাই আমি – আই ডোন্ট লাইক বাউন্ডারিস্”
আমি হাসলাম,ভাবলাম,খালি বাউন্ডারিটাই দেখলে
আর যে কি না আগুনে পুড়ে পুড়ে তোমার কোমলতা বাচাঁয়
সেটা শিখলেনা...বুজলেও না।।

কপিরাইট শংখ’০৮

Wednesday, January 23, 2008

পথিক


সামনে
হেলিয়া দুলিয়া চলিল কতক চিত্রা হরিণীর জোড়া
পিছনে
পড়িয়া থাকিল নিশ্চুপ, আমার একটি মাত্র ঘোড়া...।।



অসুখ

ভালবাসা কেঁপে কেঁপে উঠে
মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে
তাকাব না তাকাব না তবুও
চোখাচোখি অন্ধে...।।


সংলাপ


বাইচোত্‌ যতই বলো
তুমিই আসলে বোকাচোদা
আমি কিন্তু নই...।।




ফিলিংস্‌

যে গ্লাসে জলপান
যে গ্লাসে দুধচান
সেই গ্লাসেই মদ খান
নেই পাত্রে মৃত্যুবাণ...।।
ক্ষমতা

যেমন তুমি চাইলেই অনেক পার না
তেমনি তুমি না চেয়েও অনেক কর
কিন্তু তা জান না...।।





স্বীকারোক্তিনামাঃ১

নেশার ঘোরে মাতাল হই
স্বপ্ন ক্রয়ে বেঁচে রই
মানুষ খুঁজি,মানুষ কই?
পরাস্ত পটে মিথ্যুক নই
জানি বলেই বলি
এক যোগ এক দুই
আমি
লিঙ্গ দিয়ে মনকে ছুঁই...।।












স্বীকারোক্তিনামাঃ২

“হালার পুতে খালি ভাব দেখায় ভিত্‌রে কইলাম এক্কেরে সদরঘাট”

স্বীকারোক্তিনামা>

আমি স্বীকার করিতেছি যে,আমি ভাবে থাইকে ভাব লইয়া ভবের মেলার ভাব সাগর বৈতরনীতে ভুজং ভাজুং ভাবের ঠেলায় ভরাডুবির পর ভুস করে আবার ভেসে উঠি
এবং নতুন ভূমিষ্ট প্রাণে ভাবি আর কি কি ভাবা যায় অতঃপর ভাবের আকাশে ভাব না খুঁইজে না পাইয়ে অতি ভাবালুতায় ভাবের পাতাল তন কিছু আলগা ভাব লাগাইয়ে গতর ভার করে চলি ভ্রষ্টাচারে কিংবা ভৈরবীর খোঁজে তথাপি ভাবের ভরে ভরবেগ বেশি বলে ভটভটি মার্কা শরীরে গতির ভীষণতায় বিভীষিকা দেখি ফলাফল পথিমধ্যে ভয়ংকর উস্টার বদৌলতে ভূ আশ্রিত হলে আসপাশ হতে আওয়াজ আসে-

“হালার পুতে খালি ভাব চোদায় আতলামি মারায় ভিত্‌রে কইলাম এক্কেরে সদরঘাট”


হ আমিওতো তাই কইলাম তবুও সদরঘাটতন কিন্তু মেলা জায়গায় যাওনের স্টিমার লঞ্চ ছাড়ে,বোঝা মুসকিল, পানি দিয়া যাওনের দিন কইলাম এখনও শেষ হয় নাই পৃথিবীর বেবাকটা এখনো পানির দখলে তাইতো উপর দিয়া ভাব লই ভাসার ভাব, ভৈরবীর তরে


আহ্‌ ভৈরবী!

পুরাণ-দ্বিতীয়

ছল কর জানি
পছন্দ কর জানি না
এড়াতে চাও জানি
দেখতে পার না জানি না
আড়ালে হাসো জানি
ভালবাসো জানি না
অজানার আগে পরে ঘিরে থাকে জানা অজ্ঞতা
কে তোমায় জানলো
চেনালো নারী...।।

পুরাণ-প্রথম,

ছল কর জানি
পছন্দ কর না জানি
এড়াতে চাও জানি
দেখতে পার না জানি
আড়ালে হাসো জানি
ভালবাসো না জানি
কিন্তু এতো কঠোরতা
কে তোমায় চিনলো
বললো নারী...।।

কপটতা

তোমার কাছে কে কবে চাইলো
অমূল্য রতন
সবাই বসন্তের কোকিল যদি হবে
কেন শুধু মুক্তো ছড়ানো উলুবনে তবে
তাইতো ভাব, তাইনা?
মুক্তো থাকলে তবেই না ছড়াবে
যখন এই পটে চলছে তীব্র ঝিনুকের সংকট
তবুও যদি পেয়ে যাও একটি কি দু’টো
তখন দানের ময়দানে বীরাঙ্গনা
রটবে কি এমন ঘটনা?
বোধকরি তাই চাও,ফলাফল
বন্ধু বলে মেনে নাও কষ্ট দিতে বাধেঁ
কষ্ট দিতে চাওনা-কিন্তু
আশা দাও কেন?

Sunday, December 23, 2007

A brief history of broken dream

Where the life is tottering
Dark night of the new moon is in evening
As like a bewildered mariner
See a light of slight desire
There I lost my desire dreams.
Pin drop silence can’t
Break the emotion of falling love
Show me the landing path of your heart
May be I was wrong.


_সজীব'০৫

Saturday, December 22, 2007

তুলনা

শাহ্‌রুখ খানের অধুনা সিক্স প্যাক
আমার শুরুতেই ছিলো পলিপ্যাক
ইথিলিনের সাথে ইথিনিলের পলিমার
অনুভুতিগুলোর ক্ষুদ্র ক্ষুদ্র সমাহার
হালকা,পাতলা,সহজে বহনক্ষম-চাইলেই
ভাঁজ করে পকেটে রেখে দিতে পার- আর না চাইলে
তোমার বিছানায় তোশকের নিচটা তো থাকলোই
উর্বরতা নষ্টের ভয়?
না হয় সহজে পঁচেনা-তাই বলে
আইন করে নিষিদ্ধ করোনা
তাই যদি কর-তবে
পৃথিবীর সব ভালবাসা হোক নিষিদ্ধ ভালবাসা।।

প্রতিক্রিয়া


নারীর জন্য পুরুষ! প্রয়োজনহীন-
অর্থহীন,দরকার কি?
বিজ্ঞানের যুক্তিতে তোমার করা চুক্তিতে
তুমি গড়ো নারী রাজ্য-
যার জন্য শুভকামনা ।
পুরুষই হবে নারীর পাশে-চিরায়ত বলে?
বাহুল্য বাহুল্য বাহুল্য,শুধু শুধু-সেকেলে;
অহেতুক, মানে আছে কোন?
তুমি বলো, তুমিই বোঝাও
তুমি জানো, তুমি জানাও
তাই তুমিই কর, আমরা দেখি
তবুও যদি একটু শোন-
তোমার নারী রাজ্যের বাইরে
একটা দারোয়ান রাখবে কি? -পুরুষ!
২_ডিসেম্বর'০৭

Sunday, December 16, 2007

আমন্ত্রন

সম্প্রতি
অতি সম্প্রতি
সাম্প্রতিক কালে
সাম্প্রদায়িক সম্প্রীতির সমসাময়িকতায়
সহসাই শংখের নাদে শামুকের বিস্ফোরণ
চূর্ণিত খোলশ ক্যালসিয়াম আহরণ
সংকটে তবুও দৃঢ় হয়না কংকাল
বালিতে বালি গড়ে উঠে চোরাবালি
দাঁড়াবো না - বসবোও না
চল সব শুয়ে থাকি।।


ডিসেম্বর'০৭

Monday, December 10, 2007

ভালবাসার রঙ

মাল্টিকালার কষ্টের কথা শুনেছ বোধহয়?
- হুম,হেলাল হাফিজ
যদি মাল্টিকালার ভালবাসা দিতে চাই?
- ভালবাসায় মাল্টি বলে কিছু আছে নাকি-থাকলেও নেবনা
এক রঙের ভালবাসা চাও?
- সেটা কেমন শুনি
ধর লাল ভালবাসা?
- লাল মানেইতো থামতে বলা,সতর্কীকরণ!
নীল ভালবাসা?
- নীলবিদ্রোহ ভুলে গেছ
আকাশ রঙের নীল?
- আকাশতো ছোয়াঁ যায় না
হলুদ ভালবাসা?
- মানে একটু অপেক্ষা করা,ও হবেনা
সবুজ ভালবাসা?
- কেমন যেন ঘাস,লতাপাতা গন্ধ
কমলা ভালবাসা?
- মা খেতে খুব পছন্দ করেন
বেগুনী ভালবাসা?
- হবেনা,শুধু রমযানটাই তো আর পুরো বছর নয়
যন্ত্র এখন একমিনিটে এক হাজার রঙ দেয়, বেছে নিবে কি?
- যন্ত্র নয়,মানবিকতায় প্রশয়
সাদা রঙ চলবে?
- ওটা কোন রঙ নয়
তাহলে কালো?
- এটা ভাবা যায়
ও তো শোকের প্রতীক,অশুভ
- তোমার কি,নেব আমি
কিন্তু আমিতো ব্ল্যাকহোল
- বুঝিনি
কালো গেলে,আমি যে অস্তিত্বহীন!

ডিসেম্বর'০৭

Monday, November 26, 2007

পাল্টাপাল্টি

তুমি যখন চোখে কাজল দাও
আমার চোখে তখন রক্ত খেলে
তোমার তৃষ্ণাতুর ওষ্ঠ যখন পায় লিপিস্টিকের ছোঁয়া
আমি তখন চুম্বনরত কোন সিগারেটের পাদদেশ
তুমি যখন স্নান শেষে রোদে শুকাবে ছড়ানো সিক্ত চুল
আমি তখন শুকনো নদীতে দেই বিন্দু বিন্দু জল
তুমি যখন তোমার বক্ষ উচু কর
আমি তখন মাথা উচু করে দাড়াঁতে চাই
একদিকে তোমার সৌন্দর্যের বিলাসিতা
অন্যদিকে বড় সেকেলে আমি ।।

Friday, November 23, 2007

যদিওতথাপিসুতরাংতবুও

দেখা হলে-মুখে হাসো,চোখে বলো
অনুভূতিগুলোতে শব্দ অনুপস্থিত, হাওয়ারাও জমে যায়-তবুও
পরম নিস্তবতা বলে কিছু থাকেনা-সুতরাং
আমকেও চেষ্টা করতে হয়
মুখে বলতে,চোখে হাসতে-তথাপি
দ্বিধান্বিত আমি,তোমার ইশারায়
অসীমের ঐ পাড়ে বসে অবোধ্য
কি এক স্ফূলিঙ্গ ছড়ায়
অসহায় অবুঝ থাকি-যদিও
আমি আমাকেইবা কতটুকু বুঝে উঠতে পারি।।

Wednesday, October 31, 2007

পুরাণ প্যাঁচাল গন্ধ

না মজিয়া প্রেমে
রসিক হওয়া যায়না
নিজেকে চিনতে
লাগে যেমন আয়না
তেমনি -
সাধন বিনে মুক্তিও মেলেনা
সাধন,আয়না,প্রেম
একই ছবি ভিন্ন ফ্রেম...।।


খৃষ্টাব্দ’২০০৭।

নাগরিক কাপুরুষতা

বলবো বলবো করে বলা হলো কই?
বলবো বললেই বলা হয় না
যেমন অনেক জেনেও জানি পরে আছি শূন্যে
কিন্ত বলতে গেলে জানতে হবে কেন?
কোনটা চাই
বলতে না জানতে
বলাতে না জানাতে
বিষয় গুলো কিরকম ব্যাস্তানুপাতিক!
পীড়নে অস্থির আমি শুধু বলতেই চাইলাম
বলবো জেনে ঘর ছাড়লাম
দু’পা এগুতেই ট্রাফিক সিগন্যালে পড়লাম
ট্রাফিক পুলিশের দৃষ্টি আমার উপর পড়লো
বেটা বড়ই বেরসিক
আমার ছিলো গোলমেলে কাগজপত্র
ছিলো না লাইসেন্স
তার ছিলো না কমনসেন্স
বলে কিনা এই মামলায় ঘুষ চলেনা
বিশ্বাস হয়!
সেও ছাড়লো না
আমারও আসা হলো না
গোল দিতে চেয়েছিলাম
ফাকাঁ রেখে নিজের ডিফেন্স
তোমাকে বলবো বলেছিলাম
সেদিনও বলা হলো না ......।।



খৃষ্টাব্দ’২০০৬।

কামনা

তুমি আমার হয়ে আমায় দেখোনি
দেখেছো যেভাবে-
হেসেছো সেইভাবে
শব্দ শুনিনি - দূরে থাকি
কিন্তু মেঘ ফুঁড়ে
ঐ ঝলকানি ঠিকই দেখেছি
তুমি তোমার করেও আমায় চাওনি
ইস্‌ যদি চাইতে!


খৃষ্টাব্দ’২০০৭।

অতিথি

একবার তোমার ডাক এসেছিলো
তাতে তোমার ঠিকানা ছিলনা
আমি উত্তর দেইনি,
এইবার তুমিই এলে – বাস্তবিক তুমি, বললে -
সুদূর সাইবেরিয়া হতে উড়ে এলাম
শুধু উষ্ণতার খোঁজে নই
চাই আরো কিছু
কি ভেবে পাওয়ার আশা কর
রাজারই যখন অন্ন নাই ।।

খৃষ্টাব্দ’২০০৫।