অকালের টিপ টিপ বৃষ্টির তালে তালে
সৃষ্টির ওম ধ্বনি বিস্তারের আগেই
আমাতে তোমার অভাব বিস্তৃত হলে
অসীমে নিমজ্জমান এক সুতোয় দাড়াঁয়ে
চাপা চাপা রঙে যে ইন্দ্রধনু পাখনা মেলে
তোমার আয়েসি নিস্তব্ধতায় আর বিলাসী উদাসীনতায়
ক্ষণে ক্ষণে সেই পাখনার পালক খসে পরে...।।
কপিরাইট শঙ্খ’০৮
Thursday, January 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment