ঘটনাটা ইতিহাসে ছিলো
অনেক প্রাচীনতায় জড়ানো মানসিক অবস্থার সবিশেষ
এবং ইতিহাস শব্দের শক্তিতে আমিও এই ঘটনার আলিঙ্গন করলাম
বুজতে বাকি ছিলনা যে তীরে পৌছেছি কিন্তু ঘাট খুঁজে পেলাম না
ইতিহাস হলে হয়তো লন্ঠনের আলো খোঁজার চেষ্টা করতাম
কিন্তু এই কালে এসে দেখি তীরের কোথায় কোন আলোক বিন্দু নেই
না লন্ঠনের না ফিলিপ্স বাতির ঝলকানি
অবশ্য কেঊ যে ঘাটে আলো জ্বালবে কিংবা জ্বালবেনা
এটা আগে থেকে অনুমান করা বড় শক্ত – কারণ
এই পটে রয়েছে ইলেকট্রিসিটির অভাব, লোডসেডিঙ্গের প্রোকপ
তাই কেউ চাইলেই সহসা আলো জ্বালানো সম্ভব ছিলো না
এই ক্ষীণ আশা নিয়ে আমি তীরেই অপেক্ষারত ছিলাম
আলো জ্বলবে, আমি ঘাট চিনবো, পাড়ে উঠবো
কিন্তু আলো আর জ্বলেনি
আমার প্রতীক্ষার দন্ডে ঘুণ পোকা জন্মে
আমার ভয় হতে শুরু করে, সকাল যে হয়ে আসছিলো
জমে যাবে হাট-বাজার এই তীরে, যেতে পারবো কি কাঙ্খিত নীড়ে ?
তখন যে আমার একটি গন্তব্য অসীমে রূপ নিবে – হায়
কেউ হয়তো সত্যি ছিলনা, আমায় বরণ করতে, এই আধাঁরে
কিংবা থেকেও অন্ধকারে আমায় চিন্তে পারেনি
অগ্যতা আমি আবার যাত্রা শুরু করলাম
নতুন কোন তীরে আশায় নয়
তীরে এসে পাড়ে না উঠবার অনুভূতি ততটা সুবিধের নয়
মহাকালের ব্যঞ্জনায়, সেটা কি আমিও বুঝিনি ?
তাই বরং চলতে থাকি, ভাসতে থাকি, নিজের নৌকায়
স্পন্দিত হোক আমার গতকাল
গতিময় পালে দোল খাক আজকের সময়
আমি আমার গত সময়েই বেচেঁ থাকবো
তুমি না হয় ভবিষ্যতেই হারালে...।।
কপিরাইট শঙ্খ’০৮
Thursday, January 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment