Monday, November 26, 2007

পাল্টাপাল্টি

তুমি যখন চোখে কাজল দাও
আমার চোখে তখন রক্ত খেলে
তোমার তৃষ্ণাতুর ওষ্ঠ যখন পায় লিপিস্টিকের ছোঁয়া
আমি তখন চুম্বনরত কোন সিগারেটের পাদদেশ
তুমি যখন স্নান শেষে রোদে শুকাবে ছড়ানো সিক্ত চুল
আমি তখন শুকনো নদীতে দেই বিন্দু বিন্দু জল
তুমি যখন তোমার বক্ষ উচু কর
আমি তখন মাথা উচু করে দাড়াঁতে চাই
একদিকে তোমার সৌন্দর্যের বিলাসিতা
অন্যদিকে বড় সেকেলে আমি ।।

Friday, November 23, 2007

যদিওতথাপিসুতরাংতবুও

দেখা হলে-মুখে হাসো,চোখে বলো
অনুভূতিগুলোতে শব্দ অনুপস্থিত, হাওয়ারাও জমে যায়-তবুও
পরম নিস্তবতা বলে কিছু থাকেনা-সুতরাং
আমকেও চেষ্টা করতে হয়
মুখে বলতে,চোখে হাসতে-তথাপি
দ্বিধান্বিত আমি,তোমার ইশারায়
অসীমের ঐ পাড়ে বসে অবোধ্য
কি এক স্ফূলিঙ্গ ছড়ায়
অসহায় অবুঝ থাকি-যদিও
আমি আমাকেইবা কতটুকু বুঝে উঠতে পারি।।