Sunday, February 17, 2008

মুঠোফোনিক বার্তা

কেউ থাকেনা
কোনকালে কেউ থাকে না কখনো
স্মৃতির জ্বর ভর করে এই নিঃসংগ ঘরের উপর
আমি হেটে চলছি একা একা জোছ্নার ভিতর...

২১০২২০০৮
১ঃ২০ঃ০৩

ভাল না
র এক দুইদিন এইখানে থাকলে বাবার আগে আমি হয়তো পাগল হয়ে যাব নয়তো মারা পড়বো

২৪০২২০০৮
২৩৪৯০১

তুমি কি বাসায়?
আমি ল'কলেজ রোডে আছি...আসবে কি?

২৬০২২০০৮
১৯৩৪৩৫

হ্যা ঠিক আছে...

২৬০২২০০৮
১৯৩৭০৪

ফোন কখন করলা...!
যদি তোমার সময় থাকে তাহলে কাল বিকালে আমরা দেখা করতে পারি...

৮০৩২০০৮
০২২৩৪২

৭-৮ ঘন্টা যাবত তোমার ফোন বন্ধ...
তুমি ঠিক আছতো...?

১০০৩২০০৮
২৩৩৫০১



>

সেইক্ষণে একটা আফসোস জন্ম নিলো...
...ইস্ তুমি যদি আমায় ওইভাবে খেতে
......ঠিক যেইভাবে তুমি সমুচা খেলে...
একবার তোমার ভিতরে গিয়ে দেখতাম...হৃদয়টা প্লাস্টিকের...নাকি রক্তজমাট পাথরের...
জানতে পারতাম ওই দেহে কিসের তরঙ্গের সে উন্মেষ ঘটায়...রক্তের...নাকি অন্যকিছুর
...কিন্তু এইক্ষণে ভাবি...আমি কখনোই সমুচায় ঈর্ষান্বিত হইনা...
সমুচার চোখ নেই...সে তোমার চোখ দেখেনা...
আমি অনন্তকাল ঐ চোখ দেখার অপেক্ষা করি...
চোখে চোখ চাব বলে ঘুমঘরেও চোখ মেলে ধরি...
পৃথিবী জানুক আমি চোখাচোখিতে অন্ধ হই...শুভ রঙ্গীন সকাল...।।


২২০৩২০০৮
০৪৩১০৪




>

...ভুল অবস্থানে থেকে ভুল করে ভুল পথে যদি একটা ভুল জন্ম নেয় তখন কি দাড়াঁয়?কোন ভুলটা প্রাধান্য পায়?প্রথম ভুল...না মাঝখানের ভুল...নাকি শেষ ভুলটি?...উত্তরে কি আসে যায়?...যখন আত্নভোলার কখনোই
সঠিক পথ জানা ছিলো না...তার আবেগ বেশি...নলেজ কম...তাই সে সব সময় অন্যের সহজলভ্য...
is he too available?
বোকাটা ভুল পথে চলার পন্থাও জানেনা...সেখানেও ভুলভাল চালে দিক ভ্রম ঘটে...
তখন রাস্তা ছেড়ে দিগ্ববিদিক পালানো ছাড়া উপায় থাকেনা...কিন্তু সেটাও ভুল হয়ে দাড়াঁয়
যখন সে বোঝে তার পৃথিবী এখন ভুল সর্বস্ব...তাই ভুলগুলো ভুলতে গেলেই আবার নতুন করে মনে করতে হচ্ছে
...তার চেয়ে তুমি যদি একবার ভুল করেই এসে থাকো না হয় আবার ভুল করেই চলে যেও...
ভুলে ভুলে কাটাকাটি হউক...তারপর ভুল রাত্রির ভুল কাব্যের রশি বেয়ে আসুক শুদ্ধ সকাল...প্রকৃত সূর্য...
নিখাদ আগুনে পুড়ে শুদ্ধ হউক ইতোপূর্বের ভুলগুলো


১১০৩২০০৮
04:06:00

< যা দিয়েছি>

>আমি গুডলাক
রেষ্টুরেন্টে আছি

২২১২০০৮
১০৫৮২২


>আমি থাকব কৃষ্ণা
পাশে বারিস্তা
মধ্যে ৩০ মিনিট


১৯১২০০৮
১৭৪৫২৬



>দাঁড়িয়ে আছি তোমার গানের …।।


১৫১২০০৮
১৮৫৫০১



>hape neu
ear!


নট্‌ সেন্ট টুঃ



>কোরবান
মুবা_রক!

২১১২২০০৭
০০১৭০২
>

……………..মেঘদূতের পাখায় ভর করে নামা মেঘমালায় আচ্ছন্ন হই
অতঃপর বৃষ্টি নামে…
সকাল গেলো_দুপুর গেলো_বৃষ্টির তালে তাল রেখে সন্ধ্যা কি
রাতও এলো_শুধু এক চিলতে রোদ উঠলো না….. এক মুঠো
জোছনাও ঝরলো না
শুধু বৃষ্টি_কারো চোখে_কারো মনে
টিপটিপ_ঝর ঝর…….
বন্যা বুঝি আর ঠেকানো গেলো না
_ad
৭-৪-১৪১৪
০১:৫৪:৫৪এম

>
……………..রাত দু’টো এখানে
ওখানে দেড় টা_যেখানে তুমি
হয়তো ঘুমাও_পড়বে সকালে
কিন্তু এও জানি_ ঘুমাও নি
তাই মনে করা_সাথে তোমার
তিন চিমটি….. বিরক্তি
বৃষ্টিতে আসক্তি………. চরম
_ad
৯-৪-১৪১৪
০২:০১:৫২এম
>
………………কাউকে বিরক্ত করা পাপ
তোমাকে_শঙ্খ পাপ
তবুও_থেকে থেকে
নামে বৃষ্টি
অতঃপর নামেনা…… কখনও না
থাকে দৃষ্টি
সবসময়………… কোনসময় ই না
_ad
১১-৪-১৪১৪
০১:৪২:১৯এম

>
……………..অতি বৃষ্টি-
ভয়ঙ্কর শরীর খারাপ-
এখনি মরতে চাইনা-
কারো কারো দোয়াপ্রার্থী-
এখানে বৃষ্টি থামার কোন লক্ষণ নেই….
…………রামও নেই……..
রাবণ……. তার থাকার দরকারও নেই
_ad
১৩-৪-১৪১৪
০০:৫৩:৪৫এম

>
………………বেশ বড় রকমের বন্যা আতঙ্কে বাংলাদেশ-
তুমি কেমন আছো?..........
…….হুম……… উত্তর না দিলেও হয়
অভ্যস্থ আছি…………

_ad
১৫-৪-১৪১৪
০২:৫২:১০এম


>
…………. খবর কি?
নেটে আসো না কেন?
তোমাতে সৃষ্ট এ সন্দেশ
……তোমাতেই প্রেরণ
_____________________প্রেরক

_ad
১৭-৪-১৪১৪
০১:১৬:৩১এম
>
………………… ফ্রেণ্ডশীপ ডে’র শুভেচ্ছা
বন্ধু জাহাজটি তার অফুরন্তু জ্বালানীশক্তি নিয়ে চলতে থাকুক
……….ভাসতে থাকুক
বন্দরের দূরত্ব যতই হউক
কমুক…..বাড়ুক
……….কিংবা ……অজানাই থাক
তবুও………………… চলুক বৈকি

_ad
২১-৪-১৪১৪
০১:২১:১৮এম

>
……………….তোমার
পিজি’র সামনে
_এখন

_ad
১-৫-১৪১৪
০৪:১৭:১৮এম


<যা এসেছে >



<ওকে ৯২২০০৭ ০০২৩৫০ <ইমারজেন্সি...ফোন কর ৩০১২০০৮ ২৩৩৭৪৩ <আমি আসছিনা ৬২২০০৮ ১৮৫৮৪৮ <>

Friday, February 15, 2008

যে গল্পের শেষ লিখা হয় না

এক দেশে এক রাজকুমার ছিলো...না হয়না তাহলেতো রাজা চাই...এই পটে রাজা কই...
ঘটনা এমন ছিলো না তবে ঘটনা কেমন ছিলো...জানা যায়নি
তবে কি কোন ঘটনা ঘটেনি...কোন ঘটনা কি ঘটেনা?
এক দেশে শুধু এক কুমার ছিলো...দূর ছাই এই গল্পে কোন ঘটনা ঘটেনা...
সে আমাকে ভালবাসেনা...এটা জানা যায় শুধু...কি করে তা জানা যায়নি
এক দেশে এক কিউমুলাস বালিকা...না তরুণী ছিলো...সেটা ছিলো মেঘের দেশ
কবি বলেছেন সে চাইলে আমি তার সে,না চাইলেও আমি তার
চল হাঁটি...না না বসি...না না শুই...না না ঘুমাই
এত কনফিউজ কেন তুমি?
ফিলিংস্‌ কে ডিলিংস্‌ করি...করবে কি?
কুমার মেঘের দেশে বসত করে...মেঘে মেঘে মেঘের ছবি আঁকে...তবে কোন ছবি শেষ হয়না...শেষ হলেই সবশেষ
তোমার কাছে একটা ঘটনা চাই...শেষ ঘটনা...শেষ হইলেই সব শেষ
Kill fear before fear kills you…
তাদের প্রায়শই সাক্ষাত ঘটে...হয়তো চক্ষুমিলনও ঘটে তবে তা জানা যায়না...
এতো না জানা নিয়া তো গল্প তৈরী হয়না...তবু ঘটনা ঘটে চলে যা গল্পে থাকে না
কিউমুলাস বালিকা...তার যাপিত জীবন সরল তথাপি...তার জগৎ জটিল
কুহক থেকে কুহকিনী...মায়া থেকে মায়াবিনী...কি?
মায়া কি সে করে?
মায়া...সে কি করুণার ছোট বোন...না কি বড়?
করুনা থেকে করুনাময়ী হলে কেমন হত?...জানা যায়না
করুনাময়ী হলে কুমারের কি লাভ?।।তার চেয়ে মায়াবতী ভালো
অতি ভালো ভাল না...
চ্যাপলিন বলেছে অভিনেত্রীর সুন্দর চোখ শেক্সপীয়রের সংলাপ থেকে অর্থবহ
কে বলেছে সেই কথা...
আপকা রোমান্স মেরা রোমাঞ্চ
তারা প্রায়শই যান্রিক রিকশায় চড়ে যুগলে...তবে যুগলবন্দী হয়া নয়
যুগল হলে যুগলবন্দী হবে না কেন?...এই গল্পে তা জানা যায়নি
কুমার ভাবে মেঘেরদেশ ভাল না...তার মাটির দেশের পদ রিক্সা অনেক ভালো
অতি ভালো ভালো না
Fast food, fast life, fast death
কবি আরও বলেছেন জীবনের মৃত্যু নাই...

স্বপ্ন আসলে মাথায় গজায়...কম্পুটারে নয়
আরে ইয়ার কেয়া বাত বলা
মেঘের দেশের বন্ধু কে মাটির দেশে মুঠোফোনে পাওয়ার চেষ্টা
আসলে প্রেম করছিতো তাই মুঠোফোনে কথা বলা যায়না... কেন যায় না এইটা গল্পে জানা যায়না
মেঘেরদেশে কুমার মুঠোফোনে কিউমুলাস ধরার চেষ্টা করে...মাঝে পেয়েও যায়
যান্ত্রিক রিক্সায় যায়গা বেশি...পাশাপাশি বসলেও মাঝে আরও একজন বসে...অদৃশ্য...
Do you think, you are e-special person
তারা মাঝে মাঝে একসাথে বসে...দুইয়ের অধিক হলে কখনো পাশাপাশি
অদৃশ্যতে কি ভরসা...যুক্তি কই?
বিশ্বাসে পাবি তারে তর্কে বহুদূর



(চলবে)