Friday, February 15, 2008

যে গল্পের শেষ লিখা হয় না

এক দেশে এক রাজকুমার ছিলো...না হয়না তাহলেতো রাজা চাই...এই পটে রাজা কই...
ঘটনা এমন ছিলো না তবে ঘটনা কেমন ছিলো...জানা যায়নি
তবে কি কোন ঘটনা ঘটেনি...কোন ঘটনা কি ঘটেনা?
এক দেশে শুধু এক কুমার ছিলো...দূর ছাই এই গল্পে কোন ঘটনা ঘটেনা...
সে আমাকে ভালবাসেনা...এটা জানা যায় শুধু...কি করে তা জানা যায়নি
এক দেশে এক কিউমুলাস বালিকা...না তরুণী ছিলো...সেটা ছিলো মেঘের দেশ
কবি বলেছেন সে চাইলে আমি তার সে,না চাইলেও আমি তার
চল হাঁটি...না না বসি...না না শুই...না না ঘুমাই
এত কনফিউজ কেন তুমি?
ফিলিংস্‌ কে ডিলিংস্‌ করি...করবে কি?
কুমার মেঘের দেশে বসত করে...মেঘে মেঘে মেঘের ছবি আঁকে...তবে কোন ছবি শেষ হয়না...শেষ হলেই সবশেষ
তোমার কাছে একটা ঘটনা চাই...শেষ ঘটনা...শেষ হইলেই সব শেষ
Kill fear before fear kills you…
তাদের প্রায়শই সাক্ষাত ঘটে...হয়তো চক্ষুমিলনও ঘটে তবে তা জানা যায়না...
এতো না জানা নিয়া তো গল্প তৈরী হয়না...তবু ঘটনা ঘটে চলে যা গল্পে থাকে না
কিউমুলাস বালিকা...তার যাপিত জীবন সরল তথাপি...তার জগৎ জটিল
কুহক থেকে কুহকিনী...মায়া থেকে মায়াবিনী...কি?
মায়া কি সে করে?
মায়া...সে কি করুণার ছোট বোন...না কি বড়?
করুনা থেকে করুনাময়ী হলে কেমন হত?...জানা যায়না
করুনাময়ী হলে কুমারের কি লাভ?।।তার চেয়ে মায়াবতী ভালো
অতি ভালো ভাল না...
চ্যাপলিন বলেছে অভিনেত্রীর সুন্দর চোখ শেক্সপীয়রের সংলাপ থেকে অর্থবহ
কে বলেছে সেই কথা...
আপকা রোমান্স মেরা রোমাঞ্চ
তারা প্রায়শই যান্রিক রিকশায় চড়ে যুগলে...তবে যুগলবন্দী হয়া নয়
যুগল হলে যুগলবন্দী হবে না কেন?...এই গল্পে তা জানা যায়নি
কুমার ভাবে মেঘেরদেশ ভাল না...তার মাটির দেশের পদ রিক্সা অনেক ভালো
অতি ভালো ভালো না
Fast food, fast life, fast death
কবি আরও বলেছেন জীবনের মৃত্যু নাই...

স্বপ্ন আসলে মাথায় গজায়...কম্পুটারে নয়
আরে ইয়ার কেয়া বাত বলা
মেঘের দেশের বন্ধু কে মাটির দেশে মুঠোফোনে পাওয়ার চেষ্টা
আসলে প্রেম করছিতো তাই মুঠোফোনে কথা বলা যায়না... কেন যায় না এইটা গল্পে জানা যায়না
মেঘেরদেশে কুমার মুঠোফোনে কিউমুলাস ধরার চেষ্টা করে...মাঝে পেয়েও যায়
যান্ত্রিক রিক্সায় যায়গা বেশি...পাশাপাশি বসলেও মাঝে আরও একজন বসে...অদৃশ্য...
Do you think, you are e-special person
তারা মাঝে মাঝে একসাথে বসে...দুইয়ের অধিক হলে কখনো পাশাপাশি
অদৃশ্যতে কি ভরসা...যুক্তি কই?
বিশ্বাসে পাবি তারে তর্কে বহুদূর



(চলবে)

No comments: