Friday, March 20, 2009

ওয়েটিংরুম...

একটা ট্রেন আসার কথা ছিলো...এই বাজারে অনেক কথাই থাকে...এবং কিছু কথা থেকেই যায়...সুবিরনন্দীর গানও তাই বলে
তাই যখন দিন যায় তখন আমি ট্রেন আসার অপেক্ষা করি..

অপেক্ষাতো অপেক্ষাই...মধুমাখা রস নয় অনন্তকাল পর্যন্ত যার ভ্যালেডিটি...কিন্তু তাই বলে খা খা আকাশের নিচে অনন্তকাল...!
তার চেয়ে একটা প্লাটফর্ম বানিয়ে নিলাম...তার বুকে বসালাম একটা ওয়েটিং রুম...তার ভিতর আমি...কান পেতে রই...শব্দ খুঁজি...কারন একটা ট্রেন আসার কথা ছিল...

কোন ট্রেন ? কার ট্রেন ? আসবে আমার প্লাটফর্মে? এক্সপ্রেস নাকি লোকাল? গভর্মেন্ট নাকি প্রাইভেট? কি আসবে ট্রেনে? মাল বোঝাই নাকি মন বোঝাই...? আমিতো আগেই জানিয়ে দিয়েছি যে ট্রেন একবার আমার প্লাটফর্মে আসবে তার ইঞ্জিন আমি উড়িয়ে দেবো...যাতে আর চলতে না পারে...আমাতেই হবে তার শেষ গন্তব্য...এই ভয়ে কি তবে ট্রেন আসবে না...!

আমি কি কিছুই জানি না...নাকি ভুলভাল জেনে ওয়েটিং রুম বানিয়ে বসে আছি...ভাবছি এই বুঝি ট্রেন এসে পরলো...আমার সকাল বিকাল...রাত নিলো ওয়েটিংরুম...আমি জেনো সময়ের বস্তা মাথায় করে বসে আছি...আর সময় আমাকে সান্ত্বনা দিচ্ছে আর বলছে মজা লও মিয়া...মজা খুজলেই নাকি মজা পাওয়া যায়......কিন্ত আর কত মজা লওয়া যায়...?

বোধহয় ট্রেন আসবে না...এত লেটতো হবার কথা না...তাহলে কি চলে গেল...? হয়তো তাই হবে...ট্রেনটা আমার স্টেশনে আসেই নি...কারণ......?

কারণ অনেক কিছুই হতে পারে...বোধহয় অন্য স্টেশনে থেমে গেছে যেখানে ইঞ্জিন উড়ানোর ভয় ছিলো না ...কিংবা পথে কোন বগি উলটে গেছে আর চলতে পারবে না...অথবা একেবারেই ব্রেক ফেল করেছে...যে কোথাও থামতে পারবে না...আবার এও সম্ভব পথিমধ্যে কোন ব্রীজ ভেঙ্গে গেছে...তাই অন্য পথে অনেকটা ঘুরে সে আমার দিকেই আসছে......

জীবনতো অনন্ত সম্ভাবনা...তারতো কোন মৃত্যু নেই......

তবুও আমার অনেক কিছু মনে পরে...মনে পরে সিনেমা প্যারাদিসো...মনে পরে এক হতভাগা ছেলের কথা যে কি না ভালবাসলো এক রাজকন্যা কে ...কিন্তু রাজকন্যা কি তাকে চেনে...? তবুও ছেলেটি আশাহত হয় না...মেয়েটিকে জানায়...আজ থেকে আগামী একশ দিবা-রাত্তি আমি তোমার বাড়ির সামনে বসে থাকব...এর মাঝে যদি তুমি তোমার ঘরের সদর দরজায় দাড়াঁও কিংবা সামনের এই জানালাটাই যদি খুলে দাও ...তাহলে আমি ভেবে বসবো...আমি জেনে নেবো...আমি তোমার মনের ঘরে জায়গা করে নিচ্ছি...আর যদি তোমার দেখা নাও মেলে ...তাহলেও আমার অপেক্ষা পূর্ণতা পাবে......

এরপর তুমি জানতে চাইলে তারপর...

অতঃপর শুরু হয় অপেক্ষার পালা...যেন সময়ের সাথে এক স্নায়ু যুদ্ধের অবতারনা...কে জিতে কে হারে...ছেলেটি কিন্তু অপেক্ষা করেই যায়...এক...দুই...তিন...করে দিন যায়...কিন্তু ওই যে বলেছিলামনা কথা থেকে যায়...তাই...বৃষ্টির জল...শৈত্যপ্রবাহ...আর রোদের অনলও তার মনে দাবানল জ্বালাতে পারে না...সে শান্ত...সৌম্য...ধ্যান মগ্ন এক রাজপুত্র...অপেক্ষায় অপেক্ষায় আটান্নব্বই দিন,আটন্নব্বই রাত...ও নিরান্নব্বই দিন কাটিয়ে দিলো...

শুনে তুমিও অধৈর্য্যপনা শুরু করলে...জানতে চাইলে এরপর কি হয়?...নিরান্নবই কেন...একশত নয় কেনো...?

সেইতো কথা...আমার এই শান্ত, ধ্যান মগ্ন এক রাজপুত্রটি এতো কষ্টের পর কেন নিরান্নব্বই রাতে পালালো...কেনো আগেই পালালো না... কিংবা কেন আরেকটু অপেক্ষা করলো না...?

তুমি বললে আজবতো...?

আমি বললাম অনেক প্রাচীন এই গল্পটি...আর তার থেকেও প্রাচীন এই প্রশ্নটি কেন...সে নিরান্নব্বই রাতে পালিয়েছিলো...?
তখন এই বলে আমি শেষ করেছিলাম...যেদিন এর উত্তর জেনে যাবে...বুঝে নিও সেদিন থেকে তুমি ভালবাসতে শিখছো...

কিন্তু আমার প্লাটফর্ম...আমার স্টেশন...আমার ওয়েটিংরুম কি সেই ক্ষণ পর্যন্ত সিগন্যাল দিবে...সবুজ বাতির সিগন্যাল.......................................।।একটা ট্রেন আসার কথা ছিলো...এই বাজারে অনেক কথাই থাকে...এবং কিছু কথা থেকেই যায়...সুবিরনন্দীর গানও তাই বলে
তাই যখন দিন যায় তখন আমি ট্রেন আসার অপেক্ষা করি..

অপেক্ষাতো অপেক্ষাই...মধুমাখা রস নয় অনন্তকাল পর্যন্ত যার ভ্যালেডিটি...কিন্তু তাই বলে খা খা আকাশের নিচে অনন্তকাল...!
তার চেয়ে একটা প্লাটফর্ম বানিয়ে নিলাম...তার বুকে বসালাম একটা ওয়েটিং রুম...তার ভিতর আমি...কান পেতে রই...শব্দ খুঁজি...কারন একটা ট্রেন আসার কথা ছিল...

কোন ট্রেন ? কার ট্রেন ? আসবে আমার প্লাটফর্মে? এক্সপ্রেস নাকি লোকাল? গভর্মেন্ট নাকি প্রাইভেট? কি আসবে ট্রেনে? মাল বোঝাই নাকি মন বোঝাই...? আমিতো আগেই জানিয়ে দিয়েছি যে ট্রেন একবার আমার প্লাটফর্মে আসবে তার ইঞ্জিন আমি উড়িয়ে দেবো...যাতে আর চলতে না পারে...আমাতেই হবে তার শেষ গন্তব্য...এই ভয়ে কি তবে ট্রেন আসবে না...!

আমি কি কিছুই জানি না...নাকি ভুলভাল জেনে ওয়েটিং রুম বানিয়ে বসে আছি...ভাবছি এই বুঝি ট্রেন এসে পরলো...আমার সকাল বিকাল...রাত নিলো ওয়েটিংরুম...আমি জেনো সময়ের বস্তা মাথায় করে বসে আছি...আর সময় আমাকে সান্ত্বনা দিচ্ছে আর বলছে মজা লও মিয়া...মজা খুজলেই নাকি মজা পাওয়া যায়......কিন্ত আর কত মজা লওয়া যায়...?

বোধহয় ট্রেন আসবে না...এত লেটতো হবার কথা না...তাহলে কি চলে গেল...? হয়তো তাই হবে...ট্রেনটা আমার স্টেশনে আসেই নি...কারণ......?

কারণ অনেক কিছুই হতে পারে...বোধহয় অন্য স্টেশনে থেমে গেছে যেখানে ইঞ্জিন উড়ানোর ভয় ছিলো না ...কিংবা পথে কোন বগি উলটে গেছে আর চলতে পারবে না...অথবা একেবারেই ব্রেক ফেল করেছে...যে কোথাও থামতে পারবে না...আবার এও সম্ভব পথিমধ্যে কোন ব্রীজ ভেঙ্গে গেছে...তাই অন্য পথে অনেকটা ঘুরে সে আমার দিকেই আসছে......

জীবনতো অনন্ত সম্ভাবনা...তারতো কোন মৃত্যু নেই......

তবুও আমার অনেক কিছু মনে পরে...মনে পরে সিনেমা প্যারাদিসো...মনে পরে এক হতভাগা ছেলের কথা যে কি না ভালবাসলো এক রাজকন্যা কে ...কিন্তু রাজকন্যা কি তাকে চেনে...? তবুও ছেলেটি আশাহত হয় না...মেয়েটিকে জানায়...আজ থেকে আগামী একশ দিবা-রাত্তি আমি তোমার বাড়ির সামনে বসে থাকব...এর মাঝে যদি তুমি তোমার ঘরের সদর দরজায় দাড়াঁও কিংবা সামনের এই জানালাটাই যদি খুলে দাও ...তাহলে আমি ভেবে বসবো...আমি জেনে নেবো...আমি তোমার মনের ঘরে জায়গা করে নিচ্ছি...আর যদি তোমার দেখা নাও মেলে ...তাহলেও আমার অপেক্ষা পূর্ণতা পাবে......

এরপর তুমি জানতে চাইলে তারপর...

অতঃপর শুরু হয় অপেক্ষার পালা...যেন সময়ের সাথে এক স্নায়ু যুদ্ধের অবতারনা...কে জিতে কে হারে...ছেলেটি কিন্তু অপেক্ষা করেই যায়...এক...দুই...তিন...করে দিন যায়...কিন্তু ওই যে বলেছিলাম না কথা থেকে যায়...তাই...বৃষ্টির জল...শৈত্যপ্রবাহ...আর রোদের অনলও তার মনে দাবানল জ্বালাতে পারে না...সে শান্ত...সৌম্য...ধ্যান মগ্ন এক রাজপুত্র...অপেক্ষায় অপেক্ষায় আটান্নব্বই দিন,আটন্নব্বই রাত...ও নিরান্নব্বই দিন কাটিয়ে দিলো...

শুনে তুমিও অধৈর্য্যপনা শুরু করলে...জানতে চাইলে এরপর কি হয়?...নিরান্নবই কেন...একশত নয় কেনো...?

সেইতো কথা...আমার এই শান্ত, ধ্যান মগ্ন এক রাজপুত্রটি এতো কষ্টের পর কেন নিরান্নব্বই রাতে পালালো...কেনো আগেই পালালো না... কিংবা কেন আরেকটু অপেক্ষা করলো না...?

তুমি বললে আজবতো...?

আমি বললাম অনেক প্রাচীন এই গল্পটি...আর তার থেকেও প্রাচীন এই প্রশ্নটি কেন...সে নিরান্নব্বই রাতে পালিয়েছিলো...?
তখন এই বলে আমি শেষ করেছিলাম...যেদিন এর উত্তর জেনে যাবে...বুঝে নিও সেদিন থেকে তুমি ভালবাসতে শিখছো...

কিন্তু আমার প্লাটফর্ম...আমার স্টেশন...আমার ওয়েটিংরুম কি সেই ক্ষণ পর্যন্ত সিগন্যাল দিবে...সবুজ বাতির সিগন্যাল.......................................।।

No comments: