Wednesday, October 31, 2007

সোলায়মান নামা


আলাল দুলালের পালা, আমিনা সুন্দরী কিংবা সুনাই কইন্যার পালা ঘুরে ঘুরে নানান রংঙের দিনগুলি যখন কাটছিল তখন তিন রোস্তমের গপ্পো করে এক ঘোড়া এলো শহরে আর আনলো রাক্ষস খোক্কস - যুদ্ধের মোকাবিলায় মুখোমুখি কংস সাথে ছিলো তালপাতার সেপাই তবুও-
গনি মিয়া একদিন জেনে নেয় এই দেশে এই বেশে আজও আমোদিত জনতার শত্রু
আহ কমরেড! হলোনা কিছুই মিছে তোমার কবর ব্যর্থ তোমার ইঙ্গিত
সোজন বাদিয়ার ঘাট ছুয়েঁ ছুয়েঁ সময় আজ দুঃসময়
ষড়যন্ত্র আর ধনতন্ত্র এর বিবাহ সমাচার তাতে গনতন্ত্রের বার্থ ফ্যান্টাসি
শুরু হয় এলেকশান ক্যারিকেচার
তাকে ঘিরে খমতা ধর্ষনের আয়োজন
বড় ব্যস্ত ইন্সপেক্টর জেনারেল
চলে কাচাঁ-পাকা বাজারে পাবলিকের কোট মার্শাল
শিকল পড়িয়ে দাও কন্ঠে চুপে আছে খ্যাপা পাগলার প্যাচাল
কই যাব? বুদ্ধি কুলোয় না
দুই যোগ দুই এর হিসেব মিলেনা খান্দানি কিসসা ও শেষ হয়না
তবু তুমি বলেছিলে- স্বপ্ন দ্যাখো মানুষ কাল সকালে’র পর আবার
আসবে সূয্যি মামার বরযাত্রী তাদের বরণেই দূরে দাঁড়িয়ে থাকবে
গোলাপ হাতে গোলাপজান //


খৃষ্টাব্দ’২০০৭।


নাট্যকার,নির্‌দেশক-এস এম সোলায়মান নির্‌দেশিত সকল নাটকের নাম নিয়ে এই নামা তৈরী ।।